নিজস্ব প্রতিবেদকঃ-
হাইকোর্টের নির্দেশ পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন। তিনি বলেন ,আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাইকোর্ট যদি কোন আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য, সেক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমাদেরকে মানতে হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্যমন্ত্রীর চট্টগ্রাম নগরীর বাসায় সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে হাইকোর্ট তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল আল জাজিরার রিপোর্টটি ইউটিউব এবং অন্যান্য চ্যানেল থেকে বাদ দেয়ার জন্য এটা বাদ দেওয়া হয়নি কেন ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাইলে আলজাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম, অনেক দেশে বন্ধ করা হয়েছে, এবং বন্ধ রয়েছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো ৬-৭টি দেশে আলজাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে তাই আমরা সেই উদ্যোগ নিইনি।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার যেমন দরকার, দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে। কিন্তু স্বাধীনতা মানে এই নয়, ভুল, মিথ্যা, পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অপরের স্বাধীনতা হরণকারী সংবাদ পরিবেশন করা। এটা কোনভাবেই সমীচিন নয়। আলজাজিরার রিপোর্ট একটি মিথ্যা বানোয়াট, কিছু কাট পেস্ট করে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এটি একটি ব্যক্তিগত আক্রোশের বশঃবতী হয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
হোসাইন ইকবাল,( স্পেন ):-
৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে গত ২৮ ডিসেম্বর সোমবার রাতে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত এলাকা লাভাপিয়েস এর একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে স্পেন শাখা ছাত্রলীগ।
স্পেন ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী এর সভাপতিত্বে এবং মোঃ সাগর এর সঞ্চালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন স্পেন ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন ৷ এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ৷ প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ কে সমুন্নত করতে স্পেন ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ৷ স্পেন ছাত্রলীগ সর্বদা স্পেন আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ৷
এসময় স্পেন ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন আহমেদ, মাসুম শেখ, মুকুল মজুমদার, মিলন সরকার, শাকিল, সাগর প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে হানিফ মিয়াজী কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্পেন ছাত্রলীগ মূল ধারার আওয়ামী লীগ এবং কমিউনিটির বিভিন্ন কাজে সেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছে। যদি নিকট ভবিষ্যতে স্পেন ছাত্রলীগের একটি সাংগঠনিক কমিটি প্রদান করা হয় তাহলে আমরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক কর্মকান্ড সম্পন্ন করতে পারবো ৷ স্পেন ছাত্রলীগ কে আরো গতিশীল করতে উপস্থিত সকল নেতৃবৃন্দ দ্রুত স্পেন ছাত্রলীগের সাংগঠনিক কমিটি প্রদানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনীত অনুরোধ করেন ৷
সব শেষে জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ৷
আন্তর্জাতিক ডেস্কঃ-
যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা এবার স্থগিত করা হয়েছে ভারতেও। দেশটিতে এই ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বলেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বিশ্বজুড়ে ট্রায়াল পুনরায় শুরু না করা পর্যন্ত ভারতেও স্থগিত থাকবে।
একজন স্বেচ্ছাসেবীর শরীরে ভাইরাসটির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল স্থগিত করে অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। একই সঙ্গে ভারতে ভ্যাকসিনটির ট্রায়াল আপাতত স্থগিত করা হয়েছে।
গত মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকা এক বিবৃতিতে পরীক্ষামূলক ভ্যাকসিনটির ট্রায়াল বিশ্বজুড়ে স্থগিত রাখার ঘোষণা দেয়। ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবীর শরীরে হঠাৎ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় বিশ্বজুড়ে এর ট্রায়াল স্থগিত করা হয়।
অ্যস্ট্রাজেনেকা ট্রায়াল স্থগিতের ঘোষণা দিলেও এর অংশীদার সিরাম ইনস্টিটিউট ভারতে ট্রায়াল চলমান থাকবে বলে বুধবার জানায়। কিন্তু ভ্যাকসিনটির ট্রায়াল বিশ্বজুড়ে স্থগিত হয়ে যাওয়ার ব্যাপারে জানতে সিরাম ইনস্টিটিউটের কাছে একটি নোটিশ পাঠান ভারতের ঔষুধ নিয়ন্ত্রক অধিদফতরের (ডিসিজিআই) মহাপরিচালক ভি. জি সোমানি।
নোটিশে ভারতে কেন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত রাখা হবে না, সেব্যাপারে বিস্তারিত জানতে চান তিনি। রোগীর নিরাপত্তা নিশ্চিত না হলে এবং যথাযথ ব্যাখ্যা দিতে না পারলে সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন ভারতীয় এই কর্মকর্তা। পরে বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিসিজিআইয়ের নির্দেশনা অনুযায়ী ভারতেও ভ্যাকসিনটির ট্রায়াল স্থগিত করা হয়েছে বলে জানায় সিরাম ইনস্টিটিউট।
সুরক্ষা এবং কার্যকরিতা জানার জন্য গত আগস্টে ভারতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর জন্য সিরাম ইনস্টিটিউটকে অনুমোদন দেয় ডিসিজিআই।
শিগগিরই ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হতে পারে বলে আশাপ্রকাশ করেছেন অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল সোরিওট। বৃহস্পতিবার তিনি বলেছেন, ট্রায়াল পুনরায় শুরু হলে চলতি বছর শেষ হওয়ার আগেই অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন মানুষকে কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে কিনা, সেব্যাপারে জানা যাবে।
তথ্য ও সূত্র : রয়টার্স।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে স্পেন ছাত্রলীগ।
উক্ত অনুষ্ঠানে মুনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী এর সভাপতিত্বে এবং বাপ্পি রহমান নাবিলের সঞ্চালনায় উপস্থিত ছিলো, মোঃ মাসুম শেখ, মোঃ সাগর, নিরব সুমন, রিদয় হাওলাদার, ইব্রাহীন আকন, আকাশ আহমেদ, রাজিব, জাকির সরকার মিলন, বিজয় আহমেদ মুন্না, শাকিল আহমেদ সানি প্রমুখ।
সভাপতির বক্তব্য হানিফ মিয়াজি বলেন, শোক কে যেমন জননেত্রী শেখ হাসিনা শক্তিতে পরিনত করে বাংলার আপামর জনতার সেবা করে যাচ্ছেন। তার সকল কার্যক্রমকে প্রচার এবং তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীদের দেশের মতো বহির্বিশ্বে তথা স্পেন ছাত্রলীগ কে ঐক্যবদ্ধ করে তার মোকাবেলা করা এবং বঙ্গবন্ধুর খুনীদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার এর দাবী জানান।
প্রেস বিজ্ঞপ্তি :
আন্তর্জাতিক ডেস্ক :-
শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বিশ্বের তিন দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে শনিবার ২৩ মে। আর তাই আগামী রোববার ২৪ মে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। দেশগুলো হলো তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ওই তিন দেশের সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে। এখনো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য আরব ও মুসলিম দেশগুলোর সিদ্ধান্ত জানা যায়নি।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।
ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আর অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।
সূত্র : জাগোনিউজ।
আন্তর্জাতিক ডেস্ক:-
করোনা টিকা আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
আগামী সপ্তাহেই মানবদেহে করোনাভাইরাসের টিকা প্রয়োগ করবে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
সেপ্টেম্বরে করোনাভাইরাসের টিকা বাজারে ছাড়ার ঘোষণা দিলেও এর আগেই পরীক্ষামূলকভাবে এটি প্রয়োগ করা হবে। যাদের দেহে এই টিকা প্রয়োগ করা হবে তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে।
এ পরীক্ষায় যদি ভালো ফল আসে তাহলে প্রাথমিকভাবে সেগুলো বাজারে ছাড়া হবে। পরীক্ষার আগেই ঝুঁকি নিয়ে এই টিকার তিন লিটারের ডোজ তৈরি করে রাখা হচ্ছে।
করোনাভাইরাসের এই টিকাটি সফল হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা ৮০ শতাংশ আশাবাদী। সে কারণে সেপ্টেম্বর পর্যন্ত তারা ১০ লাখ ডোজ উৎপাদন করবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল দ্য ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী সপ্তাহেই আমরা মানবদেহে করোনার টিকা প্রয়োগ করবো। অবশ্য তার আগেই আমরা উৎপাদন শুরু করেছি। প্রথমে আমরা ৩ লিটারের ডোজ তৈরি করব। এরপর ৫০ লিটার, ১০০ লিটার, ২০০ লিটার এমনকী ২০০০ লিটার উৎপাদন করা হবে।
তিনি জানান, প্রথম পর্যায়ে ১৮-৫৫ বছর বয়সী ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন। হিল ও তার সহযোগী বিজ্ঞানীরা শিম্পাঞ্জির শরীরে সার্স সিওভি-২ ভাইরাস ইঞ্জেকশন দিয়ে শিম্পাঞ্জির শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেন।
টিকার ডোজ তৈরির ব্যাপারে ইতিমধ্যে যুক্তরাজ্যের তিনটি ও বিভিন্ন দেশের বেশ কয়েকটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই টিকা মানুষের শরীরে সফল প্রয়োগ হলে পৃথিবীর মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূত্র F.N news.
আন্তর্জাতিক ডেস্ক :-
বাংলাদেশের জনপ্রিয় কাইশ্যা চরিত্রের মুল অভিনেতা জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা আর নেই। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (২৯ মার্চ) জাপানের টোকিওর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
জানা গেছে , কেন শিমুরা সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন এই কমেডিয়ান। ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন তিনি। শিমুরার ‘বকটনো-সাম’ শট জাপানি কৌতুকাভিনেয়দের মধ্যে অস্বাভাবিক ছিল।
সমসাময়িক সমাজের বর্তমান অভিভাবকদের (একটি কোম্পানির প্রেসিডেন্ট, একজন রাজনীতিবিদ, পরিবার প্রধান, স্কুল প্রিন্সিপাল, জাপানের প্রধান ইয়াকুজা গ্যাং) একটি নির্বোধ রাজার অধীনে দীর্ঘদিন দেশে বসবাসের শোতে শিমুরার আরেকটি জনপ্রিয় শট হল ‘হেনা ওজি-সান’ (একটি ঘৃণ্য বয়স্ক ব্যক্তি), যিনি নবজাতক মেয়েদের সঙ্গে নিজেকে পরিবেশন করেন।
ইতোমধ্যে তিনি বাংলায় ডাবিংকৃত ভিড়িওতে কাইশ্যা চরিত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেন।
শুভ সকাল ডেস্কঃ-
নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুক্রবার বিকাল ৪:৩০ টার সময় দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ কর্তৃক আয়োজিত ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ এর সমাপনী ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়। এতে মাহাবুবুল আলম প্রেসিডেন্ট, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতিত্ব করেন।