আবুল কালাম আজাদ, (সন্দ্বীপ চট্টগ্রাম):-
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ’র মগধরা ইউনিয়নের ষোলশহর উদ্দিপ্ত তরুণ কর্তৃক আয়োজিত ১ম বারের মতো উন্মুক্ত ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মগধরা নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে মোট ৩৪ টি দল অংশগ্রহণ করে পরিচালক এস আই রাজিব ও নাজিম উদ্দিনের পরিচালনায় আবুল হোসেন ও সুমনের ধারাভাষ্যকারে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাইনালে মোকাবেলা করে সন্দ্বীপ রবি টিম বনাম আলামিন স্পোর্টিং ক্লাব। রফিকুল ইসলামের বোলিং ও প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির ব্যাটিংয়ের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুভ উদ্ভোধন হয়।
ফাইনালে সন্দ্বীপ রবি টিমকে রানার্স আপে পরাজিত করে আলামিন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, বিশেষ অতিথি ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম খলিল দুলাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সানা উল্ল্যাহ ও অনুষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি সমির বলেন, খেলাধুলায় দেহ মন ভাল রাখে ও মস্তিষ্কের বিকাশ ঘটায়। খেলাধুলা সংস্কৃতি চর্চা মানুষকে মাদক ও সকল প্রকার অপকর্ম থেকে দূরে রাখে। তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ থাকলে কখনোই অপকর্মে লিপ্ত হতে পারবেনা বলে আমি মনে করি। সন্দ্বীপের আনাচে কানাচে সব জায়গায় এখন যে জমজমাট খেলাধুলা হচ্ছে অতীতে এসব ছিলনা। সন্দ্বীপের দুইবারের জননন্দিত সাংসদ মাহফুজুর রহমান মিতা মহোদয়ের সহযোগিতায় ও ঐকিক প্রচেষ্টায় সন্দ্বীপে আজ খেলাধুলার প্রতি সন্দ্বীপের তরুণদের আগ্রহ বেড়েছে।
তিনি বলেন, দ্বীপবন্ধু আন্তঃ ইউনিয়ন ফুটবল টূর্ণামেন্টের মাধ্যমেই সন্দ্বীপে খেলাধুলার উদ্দীপনা সৃষ্টি করেন। তাই আগামীতে সন্দ্বীপের প্রতিটা অঞ্চলে আরো বেশি বেশি যাতে টূর্ণামেন্ট পরিচালনা হয় সেই প্রত্যাশা রইলো।
নিজস্ব প্রতিবেদকঃ-
আজকে সারাদেশে ধর্ষণসহ কিশোর গ্যাং নানা অপরাধ করছে, নানা ধরণের অপরাধের সাথে বিভিন্ন কিশোর গ্যাং যুক্ত হচ্ছে। এটি থেকে রক্ষা করার একটি বড় উপায় হচ্ছে পাড়ায় পাড়ায় খেলাধুলার ব্যাপকতা বাড়ানো। এটি অত্যন্ত প্রয়োজন।কিশোর-যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, ছেলেরা এখন আর মাঠে গিয়ে খেলে না। আমাদের ছোটবেলায় আমরা মাঠে গিয়ে খেলার জন্য এবং সন্ধ্যার আগে বাসায় না ফেরার কারণে প্রতি সপ্তাহে বাবা-মা’র বকা শুনতাম। আর এখনকার ছেলেদের জোর করে ধরে মাঠে পাঠাতে হয়। বিষয়টা উল্টো হয়ে গেছে। আসলে খেলাধুলার কোন বিকল্প নাই। সেই জন্য খেলাধুলার আয়োজনও করতে হবে। আয়োজন না থাকলে তো ছেলেমেয়েরা খেলাধুলা করবে না। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) একটি ভাল উদ্যোগ গ্রহণ করেছে।করোনাকালে আমরা যেভাবে স্থবির হয়ে গেছি, এই স্থবিরতা বেশিদিন রাখা যায় না। এই স্থবিরতা কাটানোর জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। আমি মনে করি খুব শিগগির চট্টগ্রামে লীগের খেলাও আয়োজন করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, করোনার কারণে পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশের সবাইকে করোনা মোকাবেলা যেমন করতে হবে, জীবন এবং জীবিকা দুটিই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। একইভাবে জীবনের সাথে ওঁৎপ্রোতভাবে যুক্ত খেলাধুলা, সেটাও আমাদের অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্য নিয়েই করোনাকালে বাংলাদেশে প্রথম সিজেকেএস ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরু করলো। সেজন্য সিজেকেএসকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম মেহেদী হাসান, সিজেকেএস’র সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এহসানুল হায়দার বাবুল, হাছান সিদ্দিকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ।
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে মিনি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২০’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার মজুপুর গ্রামের মধ্যম মজুপুর জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবলীগ নেতা আবদুর রহিমের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হকসাহেব। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা যুবলীগের সহসভাপতি সমাজসেবক ওমর ফারুক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রবীণ আওয়ামীলীগ নেতা আবদুল গফুর মেম্বার, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা শেখ কামাল সৌরভ।
আরো উপস্থিত ছিলেন- নবাবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোমিন বাহার, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন, ছাত্রলীগ নেতা রাসেল, ফাহাদ, সাংবাদিক বাহার উল্যাহ বাহার, জহিরুল হক খাঁন সজীব প্রমূখ।
খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে, এতে দক্ষিণ মজুপুর স্পোর্টিং ক্লাব বনাম সুলতানপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে ঝাক ঝকমক পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, সুলতানপুরকে হারিয়ে মজুপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে ফেনী রয়েল হাসপাতালের সৌজন্যে পুরস্কার বিতরণ করেন আগত অতিথি বৃন্দ।
বিজ্ঞপ্তি,,
নিজস্ব প্রতিবেদক :-
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে, তরুনদের মাদক থেকে বিরত থাকার তাগিদে রঙ্গীপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে দিবা রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর আয়োজন করা হয়। ২২ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় রংগীপাড়া ব্যাংককলোনী মাঠে উক্ত খেলার শুভ উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আরশেদুল আলম বাচ্চু(সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ কমিটি, সাবেক দপ্তর সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর)। এসময় তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে, তরুনদের মাদক থেকে দূরে থাকার জন্য ক্রীড়ার দিকে ধাবিত হতে হবে। তবে ক্রীড়ার পাশাপাশি পড়াশোনার দিকেও এগোতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য সকলকে আহ্বান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা মো:জাবেদ নজরুল ইসলাম (সাবেক কমিশনার, উত্তর আগ্রাবাদ ২৪ নং ওয়ার্ড)। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ শাহ্ আলম (সাংগঠনিক সম্পাদক,২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ), এস.এম.পারভেজ (যুবলীগ নেতা,চট্রগ্রাম মহানগর), দিদারুল ইসলাম দিদার(আহবায়ক আওয়ামী সেচ্ছা সেবকলীগ,২৪ নং ওয়ার্ড, চট্রগ্রাম মহানগর) মো:আসলাম (আওয়ামীলীগ নেতা ২৪ নং ওয়ার্ড, চট্রগ্রাম মহানগর), মো: সাবের (সভাপতি আওয়ামী সেচ্ছা সেবকলীগ,রঙ্গীপাড়া ইউনিট) আবু হানিফ রিয়াদ (উপ-অর্থ বিষয়ক সম্পাদক,চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ)।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, কাজী মাহমুদুল হাসান রনি (উপ ক্রিড়া সম্পাদক,চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ), সঞ্চালনায় ছিলেন মো: হাবিব।
পরে আগত অতিথিরা বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলার আয়জক কমিটির মধ্যে ছাত্রলীগ নেতা মিসবাহ, জাহেদ, আশিক, রনি, নাইম সহ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ বুধবার থেকে শুরু হয়েছে মেয়র গোল্ডকাপ
আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ২৭ দিন ব্যাপী ফ্লাড লাইটে চলবে এই টুর্নামেন্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনভুক্ত ৪১ ওয়ার্ডের মধ্যে এবারের টুর্নামেন্টে ৩৯ টি ওয়ার্ড অংশ নিয়েছে। এই উপলক্ষে টীম গঠন পূর্বক গতকাল সকালে ২০ নং ওয়ার্ডের খেলোয়াড়দের জার্সি উম্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন
খান, সিজেকেএস এর ফুটবল সম্পাদক মো. ইউসুফ, দেওয়ান বাজার ফুটবল দলের ম্যানেজার সুফিয়ান সিদ্দিকী, ক্রীড়া সংগঠক হাসান ফয়সাল,
আবদুল্লাহ আল হারুন, সাজ্জাদ আলী সাজু, মো. মঈনউদ্দিন, আলোড়ন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
জার্সি উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, ফুটবলকে নিয়ে আমাদের যে স্বপ্ন বা পরিকল্পনা ছিল সত্যিকার অর্থে সে অবস্থান অর্জিত হয়নি। অথচ এই অঞ্চলের ক্রীড়ামোদী মানুষের কাছে ফুটবল এক অনন্য মাধ্যম। নতুন প্রজন্মের মাঝে ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে দেয়া এবং খেলোয়াড় তৈরির প্রত্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলকে চসিকের পক্ষ থেকে অর্থ প্রনোদনা দেয়া হচ্ছে। তবে টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষ থেকেও ব্যক্তিগত তহবিল বাজেট রাখা হয়েছে বলে জানান মেয়র।
গাজীপুর মহানগর কাশিমপুর সারদাগঞ্জ ০৪ নং ওয়ার্ড আলম ক্রিকেট একাডেমীর উদ্যোগে আলম ক্রিকেট মাঠে এরশাদ আলম মাষ্টার স্মৃতি ফুটবল লীগ-২০১৯ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ০৪.৩০ টায় এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় কাশিমপুর সারদাগঞ্জ খাঁন ফুটবল ক্লাব (K.F.C) ও খাঁন ইয়ুথ ক্লাব(K.Y.C) এর মধ্যে ৮ম তম টুর্নামেন্ট ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় খাঁন ফুটবল ক্লাব (K.F.C) গোল-০২ এবং খাঁন ইয়ুথ ক্লাব (K.Y.C) গোল-০০ পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন কাশিমপুর খ্যাত বাফুফে রেফারী সদস্য মোঃ মাসুদ রানা। উক্ত খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার, সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা সহ স্থানীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রেস বিজ্ঞপ্তি :
মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র ও পৌর আওয়াামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)দুলাল উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার মোঃ ওয়াালিউল্লাাহ, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুল হক চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক জিয়াউর রহমান।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান জানিয়েছেন।
শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপকে ঘিরে সকল ভেন্যু আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল।আজ বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত শেখ কামাল ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপের সাংগঠনিক কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী । এ সময় তিনি আরো বলেন, এ টুর্ণামেন্টের মাধ্যমে দেশে ফুটবলের নব জাগরণ সৃষ্টি হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক কমিটির সদস্য সচিব এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চসিক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন , চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, মিডিয়া কমিটির সদস্য সচিব মহসিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
দেশী বিদেশী আটটি দল অংশগ্রহণ করবে এই টূর্ণামেন্টে। এএফসি , ফিফা এরই মধ্যে এ টূর্ণামেন্টেকে স্বীকৃতি দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
টূর্ণামেন্টের বিজয়ী দল পাবে ৫০ হাজার ডলার, রানার্স আপ পাবে ২৫ হাজার ডলার ও অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার ডলার করে।
টূণার্মেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী ও কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী।
আগামী ১৯ অক্টোবর শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপ-২০১৯ শুরু হওয়ার কথা রয়েছে চট্টগ্রামে।
প্রেস বিজ্ঞপ্তি :