বিদ্যা নন্দিনী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করতে বিনামূল্যে বই প্রদান ও খাতা, কলমের জন্য মাসিক উপবৃত্তি এবং পোশাক কেনার জন্য এককালীন অর্থ প্রদান দেশরত্ন শেখ হাসিনার অনবদ্য সিদ্ধান্ত। প্রতিযোগিতা মূলক বিশ্বের উপযুক্ত প্রজন্ম গড়তে স্কুল গুলোতে কম্পিউটার প্রদান ও প্রযুক্তি সম্বলিত করা হয়েছে। শিক্ষাসহ সকল ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য ধরে রাখতে স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে আওয়ামী লীগ ও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন ।
শিক্ষা সামগ্রী বিতরণ সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারন সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা ।
৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা যুব মহিলালীগের আহ্বায়ক সাইরা বানু রশ্মি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিআইপি জসিম উদ্দিন হাজী নিজাম উদ্দিন, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক হালিমা বারেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি এস কে সাগর, এসডি জীবন, ডাঃ জামাল উদ্দিন খান কাজল, আবু নাছের জুয়েল, এস বি দেব লিটন, মনির সওদাগর, মোহাম্মদ নেজাম, মোস্তফা কামাল, আলাউদ্দিন, মো. বশির, তাহমিনা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ সামাজিক সংগঠন নাহিদ স্মৃতি সংসদ, সেভেন সীচ এলডিসি ক্লাব, মুসলিমাবাদ ফ্রেন্ডস সার্কেল, শেখ রাসেল ক্লাব, মুসলিমাবাদ প্রজন্ম ৭১, বিজয় ৭১ বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ৪০ নম্বর ওয়ার্ড কমিটি, মুসলিমাবাদ নারী জাগরণ, বন্দর পতেঙ্গা ঠিকাদার শ্রমিক সংগঠন, মুসলিম বাদ ইজিবাইক মালিক ও চালক ঐক্য পরিষদ, জেলে পাড়ার লোক সংঘ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু হেলাল,(শেরপুর ):-
শেরপুরে ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মাজহারুল ইসলাম (১৬) নামে ৯ম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহত কিশোর ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড সংলগ্ন নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী মাজহারুল ইসলাম ঝিনাইগাতী উপজেলা সদরের কলেজ রোডের ব্যবসায়ী সামিউল হক সামিরের ছেলে। সে ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর শুক্রবার রাতে মাজহারুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। তার মা মাজেদা মরিয়ম ফজর নামাজ পড়ে মাজহারুলকে ডাকাডাকি করলে মাজাহারুল রুমের দরজা খুলছিলনা এবং কোন কথাও বলছিল না। এসময় তার মায়ের চিৎকারে পরিবারের ও আশপাশের লোকজন এসে সিলিং এর উপর দিয়ে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পায়।
পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছেলের পিতার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
এম এ আশরাফ, চট্টগ্রাম :-
নিরক্ষরতা থাকবো না দেশের বোঝা হবো না এই প্রতিপাদ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিচালনায় বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন নামে ফ্রি স্কুল।
৩১ই জানুয়ারী শুক্রবার বিকাল ০৩ টায় চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নং ওয়ার্ড চুন্নু সুকানীর কলোনিতে আনুষ্ঠানিকভাবে স্কুলটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার দাসের সঞ্চালনায় ও সভাপতি সাংবাদিক এম এ আশরাফ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এস এম আজিজ , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির কার্যকরী সদস্য লায়ন নবাব হোসেন মুন্না।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বলেন নিরক্ষরতা থাকবো না দেশের বোঝা হবো না এই প্রতিপাদ্য নিয়ে সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে গরীব শিশু ও বয়স্ক নারী ও পুরুষের জন্য বিনামূল্যে ফ্রি শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা প্রদানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এই কার্যক্রমে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আশার জন্য আহ্বান জানান।
এতে প্রধান অতিথির বক্তব্যে এস এম আজিজ বলেন, বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন নামে যে ফ্রি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন আমরা যারা সমাজ কর্মী আছি তারা সবসময় এই কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।
প্রধান বক্তার বক্তব্যে লায়ন নবাব হোসেন মুন্না বলেন সমাজ থেকে নিরক্ষরতার হার কমানোর জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি এই সমস্ত সামাজিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশে নিরক্ষর বলে কোন লোক থাকবে না।
তাই আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বিবি ফাতেমা শিল্পী , বন্দর থানা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ বখতেয়ার উদ্দিন, বঞ্চিত নারী ও শিশু শিক্ষা নিকেতন এর সহ-সভাপতি ও বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক নয়ন, সহ-সভাপতি মোঃ সাজ্জাদুল করিম খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, প্রচার সম্পাদক মোঃ আবুল খায়রুল, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদিকা সামসুন্নাহার সামু, শিক্ষা বিষয়ক সম্পাদিকা তাহমিনা আক্তার, সদস্য লাকী আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম এ আশরাফ স্কুল পরিচালনায় সমাজের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মোঃ নাসিম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নেজামপুর গ্রীণভ্যালী একাডেমীর এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গ্রীণভ্যালী একাডেমীর আয়োজনে উক্ত বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ আওয়াল, নেজামপুর বিনৌদ বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, দিবস্থল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ লিয়াকত আলী, অভিভাবক ও সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবু তাহের, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নেজামপুর ইউনিয়নের বিএনপি ছাত্রদলের সভাপতি মোঃ বুলবুল আহম্মেদ, অভিভাবক কামরুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম।
আলোচনা শেষে এস,এস,সি পরীক্ষার্থীদের এ্যাডমিড কার্ড, ৬ষ্ঠ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের বরন সংবর্ধনা ও ২০১৯ সালের সিইসি ও জেডিসি পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম।
আব্দুল আউয়াল মুন্না, চট্টগ্রাম :-
এসো মিলি প্রাণের টানে, তোমার আমার শেকড় যেখানে’ এই স্লোগান নিয়ে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্র পরিষদের পূনর্মিলনী অনুষ্ঠান। ২৪ জানুয়ারি শুক্রবার সকাল১০ টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বিএসসি, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দিনের কর্মসূচির শুরুতে ছিল প্রাক্তন ও বর্তমান ছাত্রদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী। এরপর প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শফিকুল হাসান আজাদের সভাপতিত্বে জানে আলম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা সানোয়ারা বেগম । বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মজিবুর রহমান, আলহাজ্ব জাহেদুল ইসলাম, শাকিল জাহান, আলহাজ্ব নাজমুল হক নজু, আবুল মনছুর প্রধান শিক্ষক, মোর্শেদ,মোকাবর, রনি, সাফায়েত, রিয়াদ, আলমগীর প্রমুখ।
সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বলেন, যেইটা লিখবে তারিখটা দিয়ে রাখবে আর লিখতে লিখতে এিশ বছর লিখো দেখবে একদিন এিশ বছরে যেইটা লিখেছো সেইটা তোমার চোখের সামনে ভাসছে,আর পড়ার কোনো বিকল্প নেই তাঁর জন্য স্কুল ও কলেজে লাইব্রেরী করা হয়েছে,আর যত পড়বে তত শিক্ষা গ্রহণ করবে।
আলোচনা সভা শেষে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দুপুরে খাবার শেষে দ্বিতীয় পর্বে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ জানুয়ারি ২০২০ইং রবিবার নোয়াখালী সুবর্নচরে ২৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসা হিফজ ও এতিমখানার উদ্দ্যোগে এ ওয়াজ ও দোয়ার মাহফিল হবে।
এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অনলবর্ষীয়ান বক্তা মুফতী মীর শামসুদ্দীন বড়াইলী, কেরানীগঞ্জ ঢাকা।
আরো ওয়াজ করিবেন সু-মধুর কন্ঠস্বর মুফতী ফরিদুদ্দীন আজিজী, বি-বাড়িয়া।
সুমিষ্টভাষী হযরত মাওলানা মুহাম্মদ মোস্তাফা কামাল ছিদ্দিকী,জিরাইন কুমিল্লা ও বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আবুল বাসার সাহেব ও স্থানীয় উলামা।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ,এইচ,এম খায়রুল আলম চৌধুরী সেলিম, চেয়ারম্যান, সুবর্ণচর উপজেলা পরিষদ, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এডভোকেট আবুল বাসার চেয়ারম্যান ৩নং চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগ, আলহাজ্ব সাহাবুদ্দিন সাবেক চেয়ারম্যান, ৩নং চরক্লার্ক ইউনিয়ন
মোঃ হানিফ মিয়া সভাপতি ৩নং চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগ মোঃসফি আলম, মেম্বার ১নং ওয়ার্ড
আব্দুল মালেক শাহ ও সোলায়মান কাদের চৌধুরী। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত হয়ে অশেষ নেকি হাসিল করুন।
বিজ্ঞপ্তি :
নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিকশিক্ষা দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। রবিবার সকালে টায়গারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন মেয়র।
এ সময় কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু,মোঃ আজম,মোঃ আবুল হাসেম, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ,প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া,মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, লামা বাজার এস এ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন মাহমুদ, অভিভাবক সদস্য জাহেদ রাজা, সদস্য শেলী আকতার, শিক্ষক প্রতিনিধি নুরুল কবির, আতিক উল্লাহ চৌধুরী, গোলজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. খসরু হোসেন, মো:আজিজুল হক, রোকসানা আকতার, শিক্ষক প্রতিনিধি রশ্নি আকতার, আমাত হোসেন, প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মনোয়ার জাহান বেগম, বিদ্যোতসাহী সদস্য জবি মো. ইব্রাহিম, মাওশি এস এম শহিদুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. আবুল কালাম, হাজী মো. মুসা, বিনা মল্লিক, শিক্ষক প্রতিনিধি সদস্য নুর বানু চৌধুরী, সমিরন কুমার শীল, এনামুল হক, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মো. আবু তালেব আবদুল করিম, অভিভাবক সদস্য কাজী শাহিনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি চিত্রা চন্দ, মো. আসিফুর রহমান ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সিটি মেয়র বলেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ফলাফল শিক্ষাবোর্ডের ফলালের দিক থেকে পাশের হার বেশি হলেও মানের দিক থেকে এখনো পিছিয়ে আছে। শিক্ষার মান বৃদ্ধিতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা যদি তাদের দায়িত্বের প্রতি অনুগত থেকে নিষ্ঠার সাথে কাজ করেন তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের কাউন্সিলিং করে সঠিক গাইডলাইন্সের মাধ্যমে তাদের গড়ে তুলতে।
সিটি মেয়র আরো বলেন শিক্ষকতা পেশাটি একটি মহৎ ও মহান পেশা। সবচেয়ে সম্মানজনক পেশা
হল এই পেশা। সমাজে শিক্ষকের মর্যাদা অনেক উপরে। সে মহৎ ও সম্মানজনক পেশাকে অক্ষুন্ন
রাখতে প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতা সাথে
কাজ করার আহবান জানান মেয়র।তিনি বলেন একজন শিক্ষার্থী জীবনে নৈতিক শিক্ষার প্রভাব খুবই সহায়ক ভূমিকা পালন করে।এ প্রজম্মের শিক্ষার্থীরা যাতে বিপদগামী না হয়,ভাল আর মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে,তারা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে তৈরী হতে পারে সেজন্য
নৈতিকশিক্ষা প্রদানের মাধ্যমে পথপ্রদর্শক হিসেবে শিক্ষকদের কার্যকরী ভূমিকা রাখার প্রতি তাগিদদেন মেয়র। মেয়র পরিচালনা কমিটির সকলকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষা
প্রতিষ্ঠানের মান উন্নোয়ন ও প্রসার,সুনাম-সুখ্যাতি বৃদ্ধি জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করার
আহবান জানান। সভার শুরুতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্যরা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ রঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পুর্তি উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্কুলের এই প্রথম পূণর্মিলনী-২০১৯ উদযাপন হতে যাচ্ছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ২০ই ডিসেম্বর শুক্রবার।
পূণর্মিলনীতে অংশ গ্রহনের জন্য ফরম জমা/পুরন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ই ডিসেম্বর। এর পর ফরম পুরনের কোন সুযোগ থাকবেনা বলে জানিয়েছেন পূণর্মিলনী উদযাপন কমিটি।
এ বিষয়ে যে কোন তথ্যের জন্য যোগাযোগ:-০১৮৩১৬০৫৬৮৮,০১৮৩৭৩৫০৬২৮,০১৬৮৬৭৩১০১৪
প্রেস বিজ্ঞপ্তি :